আঞ্চলিকতাই আন্তর্জাতিক দর্পণ ।। ড. সুরঞ্জন মিদ্দে । 'রামপুরহাটের ইতিহাস' গ্রন্থটি আঞ্চলিক ইতিহাস চর্চার আদর্শ উদাহরণ।
'রামপুরহাটের ইতিহাস' গ্রন্থটি আঞ্চলিক ইতিহাস চর্চার আদর্শ উদাহরণ।আধুনিক বিশ্বে আঞ্চলিক ইতিহাস আর আঞ্চলিক সাহিত্য চর্চা, ক্রমশ সামনে আসছে। আসলে আঞ্চলিকতার অনুশীলনে বৃহত্তর ইতিহাসের পথে এগিয়ে যায়। রাজা-রাজপুত্রদের ইতিহাস কিংবা পুরাণ কোরান চর্চার পর----- আঞ্চলিক ভাষায় স্থান-কাল-পাত্র, কিংবদন্তি-সংস্কার চর্চার মাধ্যমে প্রকৃত সংস্কতির সন্ধান আসে। বেরিয়ে আসে আর্থ-সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রসমীক্ষা। গবেষক শ্যামচাঁদ বাগদি নিষ্ঠাবান আঞ্চলিক ঐতিহাসিক। যিনি ভোর থেকে রাত পর্যন্ত স্বপ্নে ও কর্মে মগ্ন থেকে, তুলে এনেছেন স্থানীয় ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞানসহ লোকজীবনের মরমিকথা। একই সঙ্গে মন্দির-মসজিদ-গির্জার পত্তনকথাসহ আঞ্চলিক উত্সবের মর্মকথা চিত্রিত হয়েছে। সেই সঙ্গে মহাজন থেকে প্রান্তিকজনের সংগ্রাম-বিদ্রোহের বর্ণনা। যা নিরপেক্ষ দৃষ্টিতে পর্যালোচিত হয়েছে। ভূমিপুত্র শ্যামচাঁদ বাগদির স্ব-সমাজের কথা, স্ব-সংস্কৃতির কথা, আর অন্য কেউ কি অন্বেষণ করতে পারতেন ? একই সঙ্গে বিদেশি শাসকদের শোষণকথা, স্বদেশি বিদ্রোহীদের বীরত্ব বিশ্লেষিত হয়েছে। অজস্র তথ্যের সঙ্গে মিশে আছে--- সাবলটার্ন তত্ত্বের প্রাসহ্গিকতা। যা দি...