বীরভূমে জঙ্গলের বনভূমে শিবপুর গ্রাম। দূষণ মুক্ত, কোলাহল মুক্ত শান্ত প্রকৃতির পরিবেশে শিবপুর সবারই ভালো লাগে। শিবপুর বনবাসী কালী বৈষ্ণবমতে দেবী পূজিতা। ছোটবেলায় বামাখ্যাপা মলুটী যাবার পথে এই জঙ্গলেও আসতেন।
শিবপুর গ্রামের পরিবেশ প্রকৃতির মনভোলানো মায়াবিনী সবুজ জঙ্গলে ঘেরা । বীরভূমে জঙ্গলের বনভূমে শিবপুর গ্রাম । বিগত পঞ্চাশ বছর আগে দিন দুপুরে বাঘ ভাল্লুক বন্যপ্রাণীদের চলাচল ছিল । এই বন্যময় জায়গাটি পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট অঞ্চল। জঙ্গলে বিভিন্ন ছোট ছোট প্রাণীদের বিচরণক্ষেত্র। গাছ বনের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে। অজস্র বাহারী অচেনা গাছেদের ভিড়ে পতঙ্গ, রঙিন প্রজাপতিদের আনাগোনা। বনের বিভিন্ন ছন্দময় পাখিদের নাচ গানে পথিকের দৃষ্টি আকর্ষণ করে।আমলকী, বেল, পিয়াল, হরিতকী, বহরা, শাল, মহুয়া, বৈঁচি, আম, করচা আরো চেনা অচেনা গাছে সারা বনময় আনন্দের পরিবেশ। সবুজের আহ্বান। এখানে গ্রামের মানুষজন সরল বিশ্বাসী. অতিথি সেবার জন্য সর্বদা ব্যস্ত । শোনা যায় বেশ কয়েক বছর আগে রতন শাহু নামে এক ধর্মপ্রান ভদ্রলোক এই বনে একটি আশ্রম তৈরি করেছিলেন। তিনি এখানকার ফরেস্টে কাজ করতেন। এখানকার মানুষজন বলে থাকেন, ছোটবেলায় বামাখ্যাপা মলুটী যাবার পথে এই জঙ্গলেও আসতেন । শিবপুরে বনবাসী মাকালীর বাড়ী । বৈষ্ণবমতে দেবী পূজিতা। ঘন জঙ্গলময় শিবপুর গ্রামের মাকালীকে দর্শন ও পুজো দিতে অনেক ভক্তবৃন্দের ভিড়। দূর দেশের অন...