Posts

Showing posts with the label ঘোষগ্রাম

ঘোষগ্রামে মা লক্ষ্মীর মেলা

Image
এবছর 5টি দিন লক্ষ্মীবার পড়েছে-- 17, 24, 31 ডিসেম্বর 2020 এবং 7, 14 জানুয়ারি 2021  । ঘোষগ্রামে মা লক্ষ্মীর পূজা উপলক্ষ্যে প্রতিবছর মেলাও বসে   ।  বঙ্গনারীর শাঁখের ডাকে মা লক্ষ্মী বিরাজ করেন বাঙলার প্রত্যেক ঘরে ঘরে   ।   মেলায় লক্ষ্মীপূজা উপলক্ষ্যে প্রচুর অস্থায়ী দোকান বসে   ।  পূজার জন্য নানান উপকরণের ডালার দোকান   ।  খাবারের দোকান--- মুড়ি, বেগুনী, চপ, আলুর দোম, ঘুগনি, রসগোল্লা, সন্দেস, কালোজাম, খাজা, গজা, জিলেপি, পাঁপড় ইত্যাদি   ।  মেলাটি গ্রামীণ মেলা   ।  কামারশালার তৈরি বিভিন্ন ধাতব যন্ত্র দ্রব্য, কড়াই খুন্তি থেকে হাতা, বঁটি সমস্তই বিক্রি হয়   ।  কাঠের পুতুল, হাতা, আসবারপত্রও পাওয়া যায়   । এমেলায় পাথরের তৈরি শিল, নোড়া তাও  পাওয়া যায়   ।  মাটির তৈরি পুতুল, পাতনা, সড়া, মালসা, পাক-খোলা ইত্যাদি   ।  লক্ষ্মীর ঝাঁপি, দুধ-কড়ি, বুজ-কড়ি, মা লক্ষ্মীর ছবি সব থেকে বেশি বিক্রি হয়   ।   বঙ্গনারীর শাঁখের ডাকে মা লক্ষ্মী বিরাজ করেন বাঙলার প্রত্যেক ঘরে ঘরে   ।

বীরভূম : ধন দেবী মহালক্ষ্মী

Image
প্রাচীনকালে এক রাজা মৃগয়া শিকারে একচক্রার বনে প্রবেশ করলেন  । এসময় চলছে অগ্রহায়ণ মাসের মাঝামাঝি।  বনে সারাদিনমান  কোনো মৃগয়া দেখতে পেলেন না। মৃগয়ার সন্ধানে বনে বনে ঘুরে রাজার শরীর ক্লান্ত ক্ষুধার্ত। তেমন কিছু খাবারও কপালে জোটেনি। এদিকে এখন গোধূলিবেলা কিছুক্ষণের মধ্যেই বনে-জঙ্গলে ঘন আন্ধার নেমে আসবে। রাজা করলেন কী। বনের এক প্রান্তে সমতল মতো একস্থানে রাতে বিশ্রামের জন্য ব্যবস্থা নেন।  রাজা নিজের বিশ্রামের ব্যবস্থা করা হয়ে গেলে, একটু গা-গরা দিতেই সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লেন।  আলোকচিত্রী- শ্যামচাঁদ বাগদি অভুক্ত রাজার হঠাত্ রাতে ঘুম ভেঙে গেল ।  কেন এমন হলো রাজার ? রাজা উঠে বসলেন।তখনো ফুড়ফুড়ে বাতাসে সুন্দর একটা অচেনা গন্ধ ভেসে যাচ্ছে। দু-চোখ মেলে দেখতে থাকলেন প্রাকৃতিক জ্যোত্স্নার আলোয় বনের সমস্ত কিছু  স্বচ্ছ দেখা যাচ্ছে। রাজা সুগন্ধের সন্ধানে কিছুটা দূর যেতেই দেখলেন---- সুগন্ধযুক্ত পাকা ধান বনের একপ্রান্তে প্রকৃতির খেয়ালে আপনাআপনি জন্মে, তাও আবার তুষহীন। রাজা সেই চাল খেয়ে অভুক্ত জীবনকে বাঁচালেন। আজও রাজার সেই স্বর্গীয় চালের প্রতীক রূপে চালের গাই দেখা যায়...