আঞ্চলিকতাই আন্তর্জাতিক দর্পণ ।। ড. সুরঞ্জন মিদ্দে । 'রামপুরহাটের ইতিহাস' গ্রন্থটি আঞ্চলিক ইতিহাস চর্চার আদর্শ উদাহরণ।

'রামপুরহাটের ইতিহাস' গ্রন্থটি আঞ্চলিক ইতিহাস চর্চার আদর্শ উদাহরণ।আধুনিক বিশ্বে আঞ্চলিক ইতিহাস আর আঞ্চলিক সাহিত্য চর্চা, ক্রমশ সামনে আসছে। আসলে আঞ্চলিকতার অনুশীলনে বৃহত্তর ইতিহাসের পথে এগিয়ে যায়। রাজা-রাজপুত্রদের ইতিহাস কিংবা পুরাণ কোরান চর্চার পর----- আঞ্চলিক ভাষায় স্থান-কাল-পাত্র, কিংবদন্তি-সংস্কার চর্চার মাধ্যমে প্রকৃত সংস্কতির সন্ধান আসে। বেরিয়ে আসে আর্থ-সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রসমীক্ষা। গবেষক শ্যামচাঁদ বাগদি নিষ্ঠাবান আঞ্চলিক ঐতিহাসিক। যিনি ভোর থেকে রাত পর্যন্ত স্বপ্নে ও কর্মে মগ্ন থেকে, তুলে এনেছেন স্থানীয় ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞানসহ লোকজীবনের মরমিকথা। একই সঙ্গে মন্দির-মসজিদ-গির্জার পত্তনকথাসহ আঞ্চলিক উত্সবের মর্মকথা চিত্রিত হয়েছে। সেই সঙ্গে মহাজন থেকে প্রান্তিকজনের সংগ্রাম-বিদ্রোহের বর্ণনা। যা নিরপেক্ষ দৃষ্টিতে পর্যালোচিত হয়েছে।ভূমিপুত্র শ্যামচাঁদ বাগদির স্ব-সমাজের কথা, স্ব-সংস্কৃতির কথা, আর অন্য কেউ কি অন্বেষণ করতে পারতেন ? একই সঙ্গে বিদেশি শাসকদের শোষণকথা, স্বদেশি বিদ্রোহীদের বীরত্ব বিশ্লেষিত হয়েছে। অজস্র তথ্যের সঙ্গে মিশে আছে--- সাবলটার্ন তত্ত্বের প্রাসহ্গিকতা। যা দিয়ে সৃষ্টি হয়েছে---- আঞ্চলিক সাংস্কৃতিক ভাণ্ডার। যেখানে ক্ষুদ্র উপাদানের মধ্যে লুকিয়ে আছে----বৃহত্ ব্যাপ্তির বুনিয়াদ। তাই বৃহত্ বিশ্বের ঐতিহাসিক সঞ্চয় ব্যাঙ্কে আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব মহামূল্যবান সম্পদ। আসলে আঞ্চলিক উপাদান শেষ পর্যন্ত আন্তর্জাতিক বৈশিষ্ট্যে পরিণত হয়। এই গ্রন্থ নতুন সংস্করণে আরও অসংখ্য অজানা কাহিনি সংযুক্ত হচ্ছে---- যা পুরাতন পাঠকদের কাছে----সুসংবাদও বটে। 'রামপুরহাটের ইতিহাস' গ্রন্থটি বীরভূম জেলার গ্রন্থাগার গুলিতে সংরক্ষিত হয়েছে। আগামী দিনে বীরভূমের বাইরে, বঙ্গদেশে বিস্তারিত হবে। চাকরিহীন শ্যামচাঁদের সাংগ্রামি-সময় সরকারি স্তরে স্বীকৃত হোক। শ্যামের রক্তাক্ত শ্রম সার্থক হোক।
---- ড. সুরঞ্জন মিদ্দে ।। প্রফেসর ও সাবেক প্রধান ।। বাংলা বিভাগ ।। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ।। কলকাতা, পশ্চিমবঙ্গ ।।

Comments

Town Tarapith Rampurhat

গ্রন্থালোচনা : রামপুরহাটের ইতিহাস, দক্ষিণের কড়চায় প্রকাশ । ---সবকিছুরই খুঁটিনাটি রয়েছে বইতে। কাঞ্চিদেশ প্রকাশনী থেকে প্রকাশিত বইটিকে এক কথায় রামপুরহাট পরিক্রমা বলা যেতে পারে।

শহর রামপুরহাট বীরভূমের একটি উল্লেখযোগ্য স্থান ।। ড. বীরেশ্বর সিংহ ।। শ্যামচাঁদ বাগদি তার রামপুরহাটের ইতিহাস গ্রন্থে এই শহরকে পুঙ্খানুপুঙ্খভাবে চিত্রিত করেছেন । এই গ্রন্থটি রামপুরহাটের সামগ্রিক বিষয়ে একমাত্র এবং প্রথম গবেষণা গ্রন্থ ।

বীরভূম : ধন দেবী মহালক্ষ্মী

বাসন্তী দেবী এবং মহিষাসুর-বধ দেবী রূপ এক নয় । 'দুর্গা মহামায়া' প্রভাবেন । মহালয়া বিষয়ে তথ্যঋদ্ধ লেখাটি লিখেছেন অবসরপ্রাপ্ত সংস্কৃত শিক্ষক অনাথবন্ধু ভট্টাচার্য্য মহাশয় । । বাসন্তী পূজার উদ্ভবই মূল দুর্গোত্সব ।

আঞ্চলিক ইতিহাস রচনার গুরুত্ব অপরিসীম ।। ড. অনিমেষ চট্টোপাধ্যায় । আঞ্চলিক ইতিহাস রচনার ক্ষেত্রে শ্যামচাঁদ বাগদির রামপুরহাটের ইতিহাস এক উল্লেখযোগ্য সংযোজন ।

মহারাজ নন্দকুমারের রাজবাড়ি ভদ্রপুর