আঞ্চলিক ইতিহাস রচনার গুরুত্ব অপরিসীম ।। ড. অনিমেষ চট্টোপাধ্যায় । আঞ্চলিক ইতিহাস রচনার ক্ষেত্রে শ্যামচাঁদ বাগদির রামপুরহাটের ইতিহাস এক উল্লেখযোগ্য সংযোজন ।
বৃহত্তর ইতিহাস রচনার উপাদান পাওয়া যায় আঞ্চলিক ইতিহাস থেকে । এদিক থেকে আঞ্চলিক ইতিহাস রচনার গুরুত্ব অপরিসীম । আঞ্চলিক ইতিহাস রচনার ক্ষেত্রে শ্যামচাঁদ বাগদির ‘রামপুরহাটের ইতিহাস’ এক উল্লেখযোগ্য সংযোজন । তিনি অশেষ পরিশ্রম করে বর্ধিষ্ণু জনপদ রামপুরহাটের সার্বিক ইতিহাস উদ্্ঘাটিত করেছেন । এ ব্যাপারে পুঁথিগত সাহায্য তেমন পাননি বলেই রচনাটি যথেষ্ট মৌলিক হয়ে উঠেছে । ঐতিহাসিকের মির্মোহ দৃষ্টি তাঁর সহায়ক হয়েছে । রামপুরহাটের আদিকাহিনী চিত্তাকর্ষক । অবশ্য নামকরণের দিকে তাঁর ইঙ্গিত তর্কাতীত নয় । রামপুরহাটের অবস্থান, ভৌগোলিক পরিবেশ, জনপদের বিবর্তনের ইতিহাস আছে । গান্ধীজীর অসহযোগ আন্দোলন, ছিয়াত্তরের মন্বন্তর, সাঁওতাল বিদ্রোহ, বর্গী হাঙ্গামা, শোষক ও অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস মেলে । ধর্মঠাকুরের পূজা অধ্যায়টি রীতিমত গবেষণা মূলক লেখা-- সীহবাহু নিয়ে তাঁর অনুমান প্রণিধানযোগ্য ।
বামাক্ষ্যাপার সঙ্গে রামপুরহাটের আত্মিকযোগ, কড়কড়িয়া গ্রামে পান, দুলুবাবুর সিনেমা ব্যবসা, গোপিকাবিলাস ও গুরুসদয় দত্তের কর্মকাণ্ড, আর্থ সামাজিক বিন্যাস, আদি রামপুরহাটের সমাজচিত্র ইত্যাদির সুচারু উল্লেখ পাই ।খাদ্যাভাস ও রন্ধনশিল্প, বাঈজি ও মদের কারবার ইত্যাদি তুচ্ছাতিতুচ্ছ ব্যাপারেও নজর দিয়েছেন লেখক । নানা বিবরণ পাওয়া যায় । সাহিত্য-সংস্কৃতি বিষয়েও তিনি দৃষ্টি নিক্ষেপ করেছেন--- আছে পূর্ণাংগ বর্ণনা । একটি উল্লেখযোগ্য সংযোজন বিখ্যাত মানুষদের কর্মকাণ্ডের বিবরণ । রাণী ভবানী ও রামকৃষ্ণ রায় সম্বন্ধে আলোচনা অপরিহার্য ছিল । প্রসঙ্গত এসেছে তারাপীঠের আলোচনা । পৌণ্ড্র জনগোষ্ঠী, বাগতীত জাতি, ভোট জাতির অবস্থান সম্পর্কে সুনিপুন আলোচনা রয়েছে । কামকোটি বীরভূমে শামাঁপূজা সম্পর্কে তিনি সংক্ষিপ্ত আলোচনা করেছেন আমার ‘উত্তর রাঢ়ে শামাঁধর্ম’ গ্রন্থ থেকে । জানা, অজানা নানা তথ্যে ঠাসা শ্যামচাঁদের ‘রামপুরহাটের ইতিহাস’ । শ্যামচাঁদ আচোট জমিতে প্রথম পদচিহ্ন রাখলেন । --------------গ্রন্থালোচক, বীরভূম গবেষক --ড. অনিমেষ চট্টোপাধ্যায় ।। সম্পাদক-অনুপত্রী ।। সিউড়ি ।। বীরভূম
বামাক্ষ্যাপার সঙ্গে রামপুরহাটের আত্মিকযোগ, কড়কড়িয়া গ্রামে পান, দুলুবাবুর সিনেমা ব্যবসা, গোপিকাবিলাস ও গুরুসদয় দত্তের কর্মকাণ্ড, আর্থ সামাজিক বিন্যাস, আদি রামপুরহাটের সমাজচিত্র ইত্যাদির সুচারু উল্লেখ পাই ।খাদ্যাভাস ও রন্ধনশিল্প, বাঈজি ও মদের কারবার ইত্যাদি তুচ্ছাতিতুচ্ছ ব্যাপারেও নজর দিয়েছেন লেখক । নানা বিবরণ পাওয়া যায় । সাহিত্য-সংস্কৃতি বিষয়েও তিনি দৃষ্টি নিক্ষেপ করেছেন--- আছে পূর্ণাংগ বর্ণনা । একটি উল্লেখযোগ্য সংযোজন বিখ্যাত মানুষদের কর্মকাণ্ডের বিবরণ । রাণী ভবানী ও রামকৃষ্ণ রায় সম্বন্ধে আলোচনা অপরিহার্য ছিল । প্রসঙ্গত এসেছে তারাপীঠের আলোচনা । পৌণ্ড্র জনগোষ্ঠী, বাগতীত জাতি, ভোট জাতির অবস্থান সম্পর্কে সুনিপুন আলোচনা রয়েছে । কামকোটি বীরভূমে শামাঁপূজা সম্পর্কে তিনি সংক্ষিপ্ত আলোচনা করেছেন আমার ‘উত্তর রাঢ়ে শামাঁধর্ম’ গ্রন্থ থেকে । জানা, অজানা নানা তথ্যে ঠাসা শ্যামচাঁদের ‘রামপুরহাটের ইতিহাস’ । শ্যামচাঁদ আচোট জমিতে প্রথম পদচিহ্ন রাখলেন । --------------গ্রন্থালোচক, বীরভূম গবেষক --ড. অনিমেষ চট্টোপাধ্যায় ।। সম্পাদক-অনুপত্রী ।। সিউড়ি ।। বীরভূম
Comments
Post a Comment
thanks. Welcome everyone. The site will publish special news, festivals, entertainment, traditions, guides, memories, history, travel, business, products, education, services, organizations from the lifestyle of the region. ধন্যবাদ