শহর রামপুরহাট বীরভূমের একটি উল্লেখযোগ্য স্থান ।। ড. বীরেশ্বর সিংহ ।। শ্যামচাঁদ বাগদি তার রামপুরহাটের ইতিহাস গ্রন্থে এই শহরকে পুঙ্খানুপুঙ্খভাবে চিত্রিত করেছেন । এই গ্রন্থটি রামপুরহাটের সামগ্রিক বিষয়ে একমাত্র এবং প্রথম গবেষণা গ্রন্থ ।

জন্মভূমি-প্রীতি মানুষের মধ্যে চিরকালীন  আপনঅঞ্চলকে ভালোবাসাটাও তারই অঙ্গীভূত  শহর রামপুরহাট বীরভূমের একটি উল্লেখযোগ্য স্থান  শ্যামচাঁদের জন্ম এই শহরে  শ্যামচাঁদ বাংলা সাহিত্য ও ইতিহাসের ছাত্র, বাংলায় অনার্স পাশ  শ্যামচাঁদ বাগদি তার রামপুরহাটের ইতিহাস গ্রন্থে এই শহরকে পুঙ্খানুপুঙ্খভাবে চিত্রিত করেছেন  এই গ্রন্থটি রামপুরহাটের সামগ্রিক বিষয়ে একমাত্র এবং প্রথম গবেষণা গ্রন্থ  রামপুরহাট বিষয়ে কেউ কেউ এক-কলম দু-কলম লেখেছেন  শ্যামের এখানেই কৃতিত্বলাভ প্রাপ্ত হয়েছে  রামপুরহাটের এই দুরূহ কাজটি ভালোবাসার টানেই সেটা সম্ভব হয়েছে  রামপুরহাট শহরের ভৌগোলিক অবস্থান, তার নামকরণ, তার পরিবেশ পরিচিতি (জনগণের পরিচয়সহ), স্থানের নামকরণ, ভূমির অবস্থান, জাতিপরিচয় এই গ্রন্থে তুলে ধরা হয়েছে  নিকটবর্তী অঞ্চলকেও চিহ্নিত ও চিত্রিত করা হয়েছে (যেমন---বিমানঘাঁটি, কালিডাঙা ইত্যাদি) এইখানকার পাড়াগুলির উদ্ভব এবং নামকরণ প্রতিটিকেই আমরা তার লেখার মধ্যে পাচ্ছি 



এককালের মন্বন্তরের ইতিহাস, দুর্ভিক্ষের ইতিহাস, বন্যার কথা সুচিত্রিত, রেলের স্টেশন এবং রেলের ইস্টিটিউট, খৃষ্টানদের এককালীন ক্রিয়াকর্মকে লেখক তুলে ধরেছেন  সাঁওতালদের বিদ্রোহ তাদের দমনকারি শক্তির ঘাঁটিকেও এই গ্রন্থে আমরা পাচ্ছি  শহরের স্কুল কলেজ হসপিতাল সম্পর্কিত উল্লেখ করা হয়েছে  ব্রহ্ম্যদের কথাও আমরা জেনেছি  গ্রন্থ মধ্যে পেয়েগেছি আমরা লোককথা, ধর্মস্থানগুলিকে সন্নিহিত তারাপীঠ অঞ্চলকে  শুধু তাই নয় পার্শ্ববর্তী অঞ্চলের ধর্মকেন্দ্রগুলি একের পর এক সংক্ষিপ্ত পরিসরের মধ্যে শ্যামচাঁদ সুচিত্রিত করেছেন  মানুষের বৃত্তিগুলি আচার অনুষ্ঠানগুলি, প্রচলিত প্রবাদগুলি রামপুরহাটের ইতিহাসে স্থান পেয়েছে  যোগাযোগ ব্যবস্থা, ডাক ব্যবস্থা, শিল্পকর্মগুলিকে এখানে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে  এখানকার লাইব্রেরী, পৌরসভার কথা এই গ্রন্থে আছে বিশদভাবে, প্রসঙ্গক্রমে এসেছে মুদ্রণযন্ত্রের কথা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলির আলোচনা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অতিপরিচিত বিখ্যাত ব্যক্তিত্ব জিতেন্দ্রলালকেও আনা হয়েছে  উনিতো আমাদের উপকথা হয়েছেন  তাঁর বুদ্ধিমত্তা, গুণমত্তা, জ্ঞানগরিমার কথা আমাদের ঘরে ঘরে যে কতো বড় স্থান পেয়েছে তা এই গ্রন্থপাঠে আমরা তা নিখুঁতভাবে জানতে পারি  এসেছে শ্যামচাঁদের কথায় লেখায় শহরের নৃত্যশিল্প, আবৃত্তি কর্ম, নাট্যশিল্প, সঙ্গীত, শিক্ষা ও শিক্ষক প্রসঙ্গ  স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যারা জড়িত ছিলেন সেইসব ব্যক্তিত্বকে চিহ্নিত করেছেন  যাত্রাদলের প্রসঙ্গ, বাদ্যগীত প্রসঙ্গ, সাহিত্যকর্ম ইত্যাদিকে তুলে ধরার আগ্রহ তার অফুড়ান 

তারাপীঠ তীর্থভূমি অনেকখানি জায়গালাভ করেছে তার কথায় লেখায়  প্রচলিত পূজা উত্সবগুলিকে আমরা পেয়ে থাকি  পাশা পাশি পর্যটনগুলির কথা যেমন এসেছে তেমনি স্মরণীয় ব্যক্তিত্বদের কথা এসেছে তার লেখায়  গুরুত্ব পেয়েছে জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ, মুকুন্দবিহারী সাহা প্রসঙ্গ, নীরারিকা মজুমদার প্রমুখ ব্যক্তিত্বের কথা আছে  সমগ্র বীরভূম জেলায় ছড়িয়ে থাকা প্রাগৈতিহাসিক, পুরাতত্ব বিষয়েও সমানভাবে আলোকপাত হয়েছে  বিজ্ঞান মনস্কের কথাও এসেছে  আছে হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের কথা, দেশ বিখ্যাত কথাশিল্পী তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের কথা, বহু সাহিত্যিকের পৃষ্ঠপোষক সজনিকান্ত দাসের কথা, আঞ্চলিক সাহিত্যসৃষ্টির কারিগর শৌলজানন্দ মুখোপাধ্যায়ের কথা, সংস্কৃতির ধারক রেজাউল করিমের কথা, চিতাবহ্নিমানের জনক ফাল্গুনি মুখোপাধ্যায়ের কথা, আলোচনার সর্বপ্রথমে আছে বিখ্যাত ব্যক্তিত্ব সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ (লর্ড এস-পি-সিনহা)  সাপ্তাহিক পত্রিকাগুলির সম্পর্কে আলোচনার প্রসঙ্গে অগ্নিশিখা এবং কোরাস প্রসঙ্গ আসাই আমরা যথেষ্ট উত্সাহিত হই  শ্যামচাঁদ এনেছেন কবি ওয়ালার কথা ও কবির প্রসঙ্গ  শ্যামাঁ পূজা সম্পর্কে পৃথকভাবে আলোচনা করেছেন  তাঁর লেখায় উঠে এসেছে বুংকাতলা  এবং আরও মণ্ডপ প্রসঙ্গ  প্রসঙ্গক্রমে এসেগেছে বর্গীর হাঙ্গামার কথা, রানি ভবানীর কথা, ভৈরবাবধূত বামাচরণ  

শ্যামচাঁদ বাগদিকে অজস্র ধন্যবাদ, আমাদের বহুদিনের বহু আকাঙ্খার পূর্ণতা দানে তিনি সক্ষম হয়েছেন  আমাদের দুঃখের একটা দিক দূর করেছেন  সীমিত দু-চারজন আমাদের অঞ্চলকে সাহিত্য ও সৃষ্টির দিক থেকে খরা অঞ্চল বলেছেন  সেই খরা অঞ্চল যে কতোখানি সুজলা ও সুফলা তা প্রমাণ করবার দায়িত্ব ভাগ্যদেবী যেন আকর্ষিকভাবে শ্যামচাঁদ-এর লেখনিকে অর্পন করেছেন  ইতিমধ্যে শ্যামের লেখা এগারোটি বই প্রকাশ হয়েছে  শ্যামচাঁদ বীরভূম জেলার অলংকার, রামপুরহাটের গর্ব 

সৌজন্যে--শুভোদয় (সাপ্তাহিক), সম্পাদক-ওমপ্রকাশ চক্রবর্তী, ভদ্রপুর, বীরভূম, 11 ই মার্চ, 2013, পৃ-নং-4; শহর রামপুরহাট বীরভূমের একটি উল্লেখযোগ্য স্থান । লিখেছেন-ড. বীরেশ্বর সিংহ 

Comments

Town Tarapith Rampurhat

আঞ্চলিকতাই আন্তর্জাতিক দর্পণ ।। ড. সুরঞ্জন মিদ্দে । 'রামপুরহাটের ইতিহাস' গ্রন্থটি আঞ্চলিক ইতিহাস চর্চার আদর্শ উদাহরণ।

গ্রন্থালোচনা : রামপুরহাটের ইতিহাস, দক্ষিণের কড়চায় প্রকাশ । ---সবকিছুরই খুঁটিনাটি রয়েছে বইতে। কাঞ্চিদেশ প্রকাশনী থেকে প্রকাশিত বইটিকে এক কথায় রামপুরহাট পরিক্রমা বলা যেতে পারে।

বীরভূম : ধন দেবী মহালক্ষ্মী

বাসন্তী দেবী এবং মহিষাসুর-বধ দেবী রূপ এক নয় । 'দুর্গা মহামায়া' প্রভাবেন । মহালয়া বিষয়ে তথ্যঋদ্ধ লেখাটি লিখেছেন অবসরপ্রাপ্ত সংস্কৃত শিক্ষক অনাথবন্ধু ভট্টাচার্য্য মহাশয় । । বাসন্তী পূজার উদ্ভবই মূল দুর্গোত্সব ।

আঞ্চলিক ইতিহাস রচনার গুরুত্ব অপরিসীম ।। ড. অনিমেষ চট্টোপাধ্যায় । আঞ্চলিক ইতিহাস রচনার ক্ষেত্রে শ্যামচাঁদ বাগদির রামপুরহাটের ইতিহাস এক উল্লেখযোগ্য সংযোজন ।

মহারাজ নন্দকুমারের রাজবাড়ি ভদ্রপুর