বীরভূম : ধন দেবী মহালক্ষ্মী

প্রাচীনকালে এক রাজা মৃগয়া শিকারে একচক্রার বনে প্রবেশ করলেন । এসময় চলছে অগ্রহায়ণ মাসের মাঝামাঝি। বনে সারাদিনমান কোনো মৃগয়া দেখতে পেলেন না। মৃগয়ার সন্ধানে বনে বনে ঘুরে রাজার শরীর ক্লান্ত ক্ষুধার্ত। তেমন কিছু খাবারও কপালে জোটেনি। এদিকে এখন গোধূলিবেলা কিছুক্ষণের মধ্যেই বনে-জঙ্গলে ঘন আন্ধার নেমে আসবে। রাজা করলেন কী। বনের এক প্রান্তে সমতল মতো একস্থানে রাতে বিশ্রামের জন্য ব্যবস্থা নেন। রাজা নিজের বিশ্রামের ব্যবস্থা করা হয়ে গেলে, একটু গা-গরা দিতেই সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লেন।
![]() |
| আলোকচিত্রী- শ্যামচাঁদ বাগদি |


Comments
Post a Comment
thanks. Welcome everyone. The site will publish special news, festivals, entertainment, traditions, guides, memories, history, travel, business, products, education, services, organizations from the lifestyle of the region. ধন্যবাদ