Posts

Showing posts with the label Birbhum

ঘোষগ্রামে মা লক্ষ্মীর মেলা

Image
এবছর 5টি দিন লক্ষ্মীবার পড়েছে-- 17, 24, 31 ডিসেম্বর 2020 এবং 7, 14 জানুয়ারি 2021  । ঘোষগ্রামে মা লক্ষ্মীর পূজা উপলক্ষ্যে প্রতিবছর মেলাও বসে   ।  বঙ্গনারীর শাঁখের ডাকে মা লক্ষ্মী বিরাজ করেন বাঙলার প্রত্যেক ঘরে ঘরে   ।   মেলায় লক্ষ্মীপূজা উপলক্ষ্যে প্রচুর অস্থায়ী দোকান বসে   ।  পূজার জন্য নানান উপকরণের ডালার দোকান   ।  খাবারের দোকান--- মুড়ি, বেগুনী, চপ, আলুর দোম, ঘুগনি, রসগোল্লা, সন্দেস, কালোজাম, খাজা, গজা, জিলেপি, পাঁপড় ইত্যাদি   ।  মেলাটি গ্রামীণ মেলা   ।  কামারশালার তৈরি বিভিন্ন ধাতব যন্ত্র দ্রব্য, কড়াই খুন্তি থেকে হাতা, বঁটি সমস্তই বিক্রি হয়   ।  কাঠের পুতুল, হাতা, আসবারপত্রও পাওয়া যায়   । এমেলায় পাথরের তৈরি শিল, নোড়া তাও  পাওয়া যায়   ।  মাটির তৈরি পুতুল, পাতনা, সড়া, মালসা, পাক-খোলা ইত্যাদি   ।  লক্ষ্মীর ঝাঁপি, দুধ-কড়ি, বুজ-কড়ি, মা লক্ষ্মীর ছবি সব থেকে বেশি বিক্রি হয়   ।   বঙ্গনারীর শাঁখের ডাকে মা লক্ষ্মী বিরাজ করেন বাঙলার প্রত্যেক ঘরে ঘরে   ।

বীরভূম শক্তি পীঠস্থান পর্যটনক্ষেত্র গুলিতে যানবাহন যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে। বীরভূমে দেবী পীঠস্থানগুলি প্রায় সমস্তই কচ্ছপের পীঠের মতো উঁচু আকৃতি।

Image
যুগ যুগ ধরে ধর্মপ্রাণ পল্লী অঞ্চলের মানুষজনের আগমনে বীরভূমের সমস্ত মন্দির প্রাঙ্গন পূর্ণ হয়ে ওঠে। শক্তিপীঠ মন্দিরগুলিতে ভক্তসমাগম ও দর্শনার্থীদের ভীড় দিনদিন আরো বৃদ্ধি পাচ্ছে। বীরভূম জেলার পর্যটনক্ষেত্র গুলিতে যানবাহন যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে।  ট্রেন, বাস এর সংখ্যা অনেক সেসঙ্গে ছোট গাড়ি, অটো, টোটো সর্বত্রই সব সময় পাওয়া যাচ্ছে। বীরভূমে দর্শনীয় স্থানগুলিতে থাকার এবং আহারের সমস্ত রকম ব্যবস্থা আছে প্রচুর  লজ, গেস্টহাউস, হোটেল, রেস্তোরা। বীরভূমের মাটি বায়ু প্রকৃতি নদ নদী অরণ্য যুগ যুগ ধরে মানুষকে আধ্যাত্মিক পথে চালিত করে আসছে।  মানুষকে আধ্যাত্মিক শক্তির পথে চালিত করে।  বীরভূমে দেবী পীঠস্থানগুলি প্রায় সমস্তই কচ্ছপের পীঠের মতো উঁচু আকৃতি।  তন্ত্রসাধনা ছিল খুব গোপনে সাধন মার্গ।  আর এমনই চিহ্নিত স্থানই ছিল তন্ত্রসাধনার প্রকৃত স্থান।   তারাপীঠ  আলোকচিত্রী ঃ শ্যামচাঁদ বাগদি রামপুরহাট শহর থেকে 9 কিমি দূরে প্রাচীন শক্তিপীঠ তারাপীঠ । উত্তরবাহী দ্বারকা নদের তীরে সাধক বামাক্ষ্যাপার সাধনক্ষেত্র তারাপীঠ। বীরভূমের তারাপীঠ মন্দির প্রসিদ্ধ ...