গ্রন্থালোচনা : রামপুরহাটের ইতিহাস, দক্ষিণের কড়চায় প্রকাশ । ---সবকিছুরই খুঁটিনাটি রয়েছে বইতে। কাঞ্চিদেশ প্রকাশনী থেকে প্রকাশিত বইটিকে এক কথায় রামপুরহাট পরিক্রমা বলা যেতে পারে।
আচার্য দীনেশচন্দ্র সেন থেকে তারাপদ সাঁতরা— আঞ্চলিক ইতিহাস চর্চার একটি ধারা বাংলায় চিরকালই রয়েছে। ‘রামপুরহাটের ইতিহাস’ বইটি রচনা করে শ্যামচাঁদ বাগদী হয়তো সেই ধারাটিকেই স্পর্শ করতে চেয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রামপুরহাট সংলগ্ন সুঁড়িচুয়াতে বিমানঘাঁটির কথা, সেখানের কামানের শব্দ— এ সব চমকপ্রদ তথ্য রয়েছে বইতে। এ ছাড়াও স্থানীয় হাট, মহাজনপট্টি, শহরের অলি-গলি, সমাধিস্থল— সবকিছুরই খুঁটিনাটি রয়েছে বইতে। লেখক খেটে সংগ্রহ করেছেন চালধোয়ানি পুকুর, রটন্তিকালী পুজো, চার্লস হ্যামটন ও সাঁওতাল বিদ্রহের অভিঘাত সম্পর্কিত যাবতীয় তথ্য। উপরি পাওনা বইয়ের সঙ্গে সংযোজিত বেশ কয়েকটি ছবি। কাঞ্চিদেশ প্রকাশনী থেকে প্রকাশিত বইটিকে এক কথায় রামপুরহাট পরিক্রমা বলা যেতে পারে।
রামপুরহাটের ইতিহাস, শ্যামচাঁদ বাগদী,
প্রকাশ : Anandabazar দক্ষিণের কড়চা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬

Comments
Post a Comment
thanks. Welcome everyone. The site will publish special news, festivals, entertainment, traditions, guides, memories, history, travel, business, products, education, services, organizations from the lifestyle of the region. ধন্যবাদ