Posts

Showing posts with the label রাজবাড়ি

মহারাজ নন্দকুমারের রাজবাড়ি ভদ্রপুর

Image
বীরভূমে ভদ্রপুর রাজবাড়ির পশ্চিম দিকে বিশাল এক ফটক দরজা  ।  মহারাজ নন্দকুমার হাতির পিঠে চড়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করতেন  ।   রাজবাড়িতে বিশাল আকারে সুন্দর গোছানো সভাকক্ষ ছিল  ।  সভাকক্ষের দক্ষিণ দিকে তাঁর রাজসিংহাসন  ।  ঐ সিংহাসনে বসে মহারাজ সভাপরিচালনা বিচার করতেন  ।  রাজবাড়িটি তিন চত্বর  ।  অন্দর মহল  ।  রান্নাশাল  ।  রাজবাড়ির কাছেই জল্লী পুষ্করিণী  ।  রাজবাড়ির পুষ্করিণীর পাড়ে ভাঙা অবস্থায়  এখনো কিছুটা  পুরনো পাকা পাঁচিল দেখা যায়  ।  এই পাঁচিলটি দিয়ে ঘেরা ছিল রাজবাড়ি   ।   রাজবাড়ির উত্তর-পশ্চিম কোণে বহু প্রাচীন দুর্গামন্দির ছিল সেটিও ধ্বংসের মুখে  ।   রাজপ্রাসাদ ভগ্নস্তূপে ও আগাছায় পূর্ণ  ।   মহারাজ নন্দকুমারের বংশধরগণ এখানে বসবাস করেন  । পথনির্দেশ :    রামপুরহাট থেকে ভদ্রপুর রুট বাসে, বা মোড়গ্রাম থেকে ভদ্রপুর বাসে চড়ে ভদ্রপুর গ্রামে আসা যায়  ।