বীরভূম জেলার স্থানিক ইতিহাস একটি মূল্যবান গ্রন্থ । সম্পাদনা- শ্যামচাঁদ বাগদি । এই বইয়ে প্রবন্ধগুলির মধ্যে বহু মিথ, প্রত্নতত্ত্ব, ঐতিহাসিক ঘটনা চোখের সামনে ভেসে ওঠে ।


বীরভূমের
হাজার হাজার বছর আগের স্থানিক ইতিহাস, ঐতিহ্য, বীরত্বকথা, সমাজ, লোকসংস্কৃতির কথা সবই আছে-- বইটির নাম 'বীরভূম জেলার স্থানিক ইতিহাস' । এই বইয়ে প্রবন্ধগুলির মধ্যে বহু মিথ, জনসমাজে প্রচলিত শত শত বছর আগের লোকসংস্কার, প্রত্নতত্ত্ব, ঐতিহাসিক ঘটনাগুলি পাঠের মধ্যদিয়ে একে একে চোখের সামনে ভেসে ওঠে । বইটি খুবই মূল্যবান ISBN যুক্ত বই । 

প্রকাশনায় কাঞ্চিদেশ প্রকাশনী, রামপুরহাট, 

সম্পাদনা- শ্যামচাঁদ বাগদি, দাম 425 টাকা ।


Comments

Town Tarapith Rampurhat

আঞ্চলিকতাই আন্তর্জাতিক দর্পণ ।। ড. সুরঞ্জন মিদ্দে । 'রামপুরহাটের ইতিহাস' গ্রন্থটি আঞ্চলিক ইতিহাস চর্চার আদর্শ উদাহরণ।

গ্রন্থালোচনা : রামপুরহাটের ইতিহাস, দক্ষিণের কড়চায় প্রকাশ । ---সবকিছুরই খুঁটিনাটি রয়েছে বইতে। কাঞ্চিদেশ প্রকাশনী থেকে প্রকাশিত বইটিকে এক কথায় রামপুরহাট পরিক্রমা বলা যেতে পারে।

শহর রামপুরহাট বীরভূমের একটি উল্লেখযোগ্য স্থান ।। ড. বীরেশ্বর সিংহ ।। শ্যামচাঁদ বাগদি তার রামপুরহাটের ইতিহাস গ্রন্থে এই শহরকে পুঙ্খানুপুঙ্খভাবে চিত্রিত করেছেন । এই গ্রন্থটি রামপুরহাটের সামগ্রিক বিষয়ে একমাত্র এবং প্রথম গবেষণা গ্রন্থ ।

বীরভূম : ধন দেবী মহালক্ষ্মী

বাসন্তী দেবী এবং মহিষাসুর-বধ দেবী রূপ এক নয় । 'দুর্গা মহামায়া' প্রভাবেন । মহালয়া বিষয়ে তথ্যঋদ্ধ লেখাটি লিখেছেন অবসরপ্রাপ্ত সংস্কৃত শিক্ষক অনাথবন্ধু ভট্টাচার্য্য মহাশয় । । বাসন্তী পূজার উদ্ভবই মূল দুর্গোত্সব ।

আঞ্চলিক ইতিহাস রচনার গুরুত্ব অপরিসীম ।। ড. অনিমেষ চট্টোপাধ্যায় । আঞ্চলিক ইতিহাস রচনার ক্ষেত্রে শ্যামচাঁদ বাগদির রামপুরহাটের ইতিহাস এক উল্লেখযোগ্য সংযোজন ।

মহারাজ নন্দকুমারের রাজবাড়ি ভদ্রপুর