CD : কাঞ্চিদেশ এর প্রথম অডিও সিডি 'স্বরব'

এই অডিও সিডিতে আছে বাছায় করা কবির কবিতা পাঠ, যাঁদের জন্ম বীরভূমে.....'স্বরব' ব্যবসায়িক কোনও আবৃত্তির সিডি নয় । কবিদের নিজস্ব রচনাভঙ্গিকে নিজস্ব উচ্চারণে ধরে রাখার প্রয়াস মাত্র । গ্রামবাংলার কবিরা দীর্ঘদিন কবিতা চর্চা করেও কোন নামী প্রতিষ্ঠানে গিয়ে ক্যাসেট করার সুযোগ পান না । অথচ তাঁদের মধ্যেও যে প্রতিভা আছে, মৌলিকতা আছে তা অস্বীকার করা যায় না । সেই সব কবির উচ্চারণের বা প্রয়োগের অর্জিন্যালিটিকে ধরে রাখতে চায় কাঞ্চিদেশ । কবিদের এই নিজস্বতাকে শ্রোতার গোচরে আনার পদক্ষেপ নিয়েছে কাঞ্চিদেশ । এতে অখ্যাত প্রচার বিমুখ কবিরা যাতে উঠে আসতে পারেন এবং তাঁদের স্বকণ্ঠে কবিতা পাঠকে সকলের কাছে পৌঁছে দিতে পারেন তারই একটা প্রবহমান প্রচেষ্টা । 'স্বরব' একটি কবিতা পাঠের সিডি, এটি কোনো কবিতা আবৃত্তির সিডি নয় ।স্বরব কবির কবিতা পাঠ ।। পরিবেশনায় : কাঞ্চিদেশ-এর সাহিত্য বাসর ।। সম্পাদনায় : শ্যামচাঁদ ।। নামকরণ : অমিত, অমিতাভ ।। বাচনিক পরিবেশনায় : অপূর্ব, সলিল, তৈমুর ।। আবহ সংযোজন : অরূপ রতন, সলিল, অপূর্ব, পাপ্পু ।। শব্দগ্রহণ : অরূপ রতন ।। প্রচ্ছদ ভাবনা : সলিল ।। প্রচ্ছদ : পৃথ্বীশ ।। প্রকাশকাল : অক্টোবর 2008 ।। মূল্য - 60 টাকা ।।

Comments

Town Tarapith Rampurhat

আঞ্চলিকতাই আন্তর্জাতিক দর্পণ ।। ড. সুরঞ্জন মিদ্দে । 'রামপুরহাটের ইতিহাস' গ্রন্থটি আঞ্চলিক ইতিহাস চর্চার আদর্শ উদাহরণ।

গ্রন্থালোচনা : রামপুরহাটের ইতিহাস, দক্ষিণের কড়চায় প্রকাশ । ---সবকিছুরই খুঁটিনাটি রয়েছে বইতে। কাঞ্চিদেশ প্রকাশনী থেকে প্রকাশিত বইটিকে এক কথায় রামপুরহাট পরিক্রমা বলা যেতে পারে।

শহর রামপুরহাট বীরভূমের একটি উল্লেখযোগ্য স্থান ।। ড. বীরেশ্বর সিংহ ।। শ্যামচাঁদ বাগদি তার রামপুরহাটের ইতিহাস গ্রন্থে এই শহরকে পুঙ্খানুপুঙ্খভাবে চিত্রিত করেছেন । এই গ্রন্থটি রামপুরহাটের সামগ্রিক বিষয়ে একমাত্র এবং প্রথম গবেষণা গ্রন্থ ।

বীরভূম : ধন দেবী মহালক্ষ্মী

বাসন্তী দেবী এবং মহিষাসুর-বধ দেবী রূপ এক নয় । 'দুর্গা মহামায়া' প্রভাবেন । মহালয়া বিষয়ে তথ্যঋদ্ধ লেখাটি লিখেছেন অবসরপ্রাপ্ত সংস্কৃত শিক্ষক অনাথবন্ধু ভট্টাচার্য্য মহাশয় । । বাসন্তী পূজার উদ্ভবই মূল দুর্গোত্সব ।

আঞ্চলিক ইতিহাস রচনার গুরুত্ব অপরিসীম ।। ড. অনিমেষ চট্টোপাধ্যায় । আঞ্চলিক ইতিহাস রচনার ক্ষেত্রে শ্যামচাঁদ বাগদির রামপুরহাটের ইতিহাস এক উল্লেখযোগ্য সংযোজন ।

মহারাজ নন্দকুমারের রাজবাড়ি ভদ্রপুর