CD : কাঞ্চিদেশ এর প্রথম অডিও সিডি 'স্বরব'
এই অডিও সিডিতে আছে বাছায় করা কবির কবিতা পাঠ, যাঁদের জন্ম বীরভূমে.....'স্বরব' ব্যবসায়িক কোনও আবৃত্তির সিডি নয় । কবিদের নিজস্ব রচনাভঙ্গিকে নিজস্ব উচ্চারণে ধরে রাখার প্রয়াস মাত্র । গ্রামবাংলার কবিরা দীর্ঘদিন কবিতা চর্চা করেও কোন নামী প্রতিষ্ঠানে গিয়ে ক্যাসেট করার সুযোগ পান না । অথচ তাঁদের মধ্যেও যে প্রতিভা আছে, মৌলিকতা আছে তা অস্বীকার করা যায় না । সেই সব কবির উচ্চারণের বা প্রয়োগের অর্জিন্যালিটিকে ধরে রাখতে চায় কাঞ্চিদেশ । কবিদের এই নিজস্বতাকে শ্রোতার গোচরে আনার পদক্ষেপ নিয়েছে কাঞ্চিদেশ । এতে অখ্যাত প্রচার বিমুখ কবিরা যাতে উঠে আসতে পারেন এবং তাঁদের স্বকণ্ঠে কবিতা পাঠকে সকলের কাছে পৌঁছে দিতে পারেন তারই একটা প্রবহমান প্রচেষ্টা । 'স্বরব' একটি কবিতা পাঠের সিডি, এটি কোনো কবিতা আবৃত্তির সিডি নয় ।
স্বরব
কবির কবিতা পাঠ ।।
পরিবেশনায় : কাঞ্চিদেশ-এর সাহিত্য বাসর ।।
সম্পাদনায় : শ্যামচাঁদ ।।
নামকরণ : অমিত, অমিতাভ ।।
বাচনিক পরিবেশনায় : অপূর্ব, সলিল, তৈমুর ।।
আবহ সংযোজন : অরূপ রতন, সলিল, অপূর্ব, পাপ্পু ।।
শব্দগ্রহণ : অরূপ রতন ।।
প্রচ্ছদ ভাবনা : সলিল ।।
প্রচ্ছদ : পৃথ্বীশ ।।
প্রকাশকাল : অক্টোবর 2008 ।।
মূল্য - 60 টাকা ।।
স্বরব
কবির কবিতা পাঠ ।।
পরিবেশনায় : কাঞ্চিদেশ-এর সাহিত্য বাসর ।।
সম্পাদনায় : শ্যামচাঁদ ।।
নামকরণ : অমিত, অমিতাভ ।।
বাচনিক পরিবেশনায় : অপূর্ব, সলিল, তৈমুর ।।
আবহ সংযোজন : অরূপ রতন, সলিল, অপূর্ব, পাপ্পু ।।
শব্দগ্রহণ : অরূপ রতন ।।
প্রচ্ছদ ভাবনা : সলিল ।।
প্রচ্ছদ : পৃথ্বীশ ।।
প্রকাশকাল : অক্টোবর 2008 ।।
মূল্য - 60 টাকা ।।
Comments
Post a Comment
thanks. Welcome everyone. The site will publish special news, festivals, entertainment, traditions, guides, memories, history, travel, business, products, education, services, organizations from the lifestyle of the region. ধন্যবাদ