Posts

Showing posts from February, 2021

রামপুরহাটের ইতিহাস সম্পর্কে আর একটি মূল্যবান আলোচনাটি লিখেছেন ড. চৈতন্য বিশ্বাস, রীডার এবং প্রধান অধ্যাপক, বাংলা বিভাগ, হীরালাল ভকত কলেজ, বীরভূম

Image
এক কথায় অসাধারণ ভালো এবং প্রয়োজনীয় একটা গ্রন্থ শ্যামচাঁদ বাগদির লেখা রামপুরহাটের ইতিহাস । এই গবেষণামূলক গ্রন্থটি রামপুরহাট এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির শিক্ষিত মানুষদের কাছে অবশ্যই বেশ আদরণীয় হবে । গ্রন্থটিতে কী আঠে, না বলে এক কথায় বলা ভালো গ্রন্থটিতে কী নেই । রামপুরহাট সম্পর্কিত বহু তথ্যের সন্ধান এবং বহু প্রশ্নের মীমাংসা পাওয়া যাবে এই গ্রন্থের মাধ্যমে । রামপুরহাটের প্রাচীন ইতিহাস, এর ভৌগোলিক অবস্থান, নামকরণ, প্রাচীন অর্থনৈতিক, সামাজিক এবং ধর্মীয় অবস্থান, জনবসতি, শাসন ব্যবস্থা, বিবর্তন, নগরায়ণ, হাট-বাজার স্থাপন, ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি, স্কুল-কলেজ স্থাপন, স্টেশন, বাসস্টপেজ স্থাপন ও অন্যান্য নানা দিক থেকে রামপুরহাটের উন্নয়ণ ও সমৃদ্ধি---- সকল বিষয়েই প্রাথমিক কৌতুহল মেটানো যায় এই গ্রন্থের মাধ্যমে । লেখক শ্যামচাঁদ বাগদি একজন গবেষকের দৃষ্টিকোণ থেকে রামপুরহাট  অঞ্চলের সকল বিষয়ের উপর আলোকপাত করেছেন । শ্যামচাঁদ বাবুর দীর্ঘদিনের নিরলস চেষ্টায় বিভিন্ন বিষয়ের বহু তথ্য উঠে এসেছে এ গ্রন্থে । শুধু রামপুরহাট নয়, পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ বহু এলাকার কথাও তুলে ধরা হয়েছে এ গ্রন্থে । হিন্দুধর্মে...