Posts

Showing posts from December, 2020

ঘোষগ্রামে মা লক্ষ্মীর মেলা

Image
এবছর 5টি দিন লক্ষ্মীবার পড়েছে-- 17, 24, 31 ডিসেম্বর 2020 এবং 7, 14 জানুয়ারি 2021  । ঘোষগ্রামে মা লক্ষ্মীর পূজা উপলক্ষ্যে প্রতিবছর মেলাও বসে   ।  বঙ্গনারীর শাঁখের ডাকে মা লক্ষ্মী বিরাজ করেন বাঙলার প্রত্যেক ঘরে ঘরে   ।   মেলায় লক্ষ্মীপূজা উপলক্ষ্যে প্রচুর অস্থায়ী দোকান বসে   ।  পূজার জন্য নানান উপকরণের ডালার দোকান   ।  খাবারের দোকান--- মুড়ি, বেগুনী, চপ, আলুর দোম, ঘুগনি, রসগোল্লা, সন্দেস, কালোজাম, খাজা, গজা, জিলেপি, পাঁপড় ইত্যাদি   ।  মেলাটি গ্রামীণ মেলা   ।  কামারশালার তৈরি বিভিন্ন ধাতব যন্ত্র দ্রব্য, কড়াই খুন্তি থেকে হাতা, বঁটি সমস্তই বিক্রি হয়   ।  কাঠের পুতুল, হাতা, আসবারপত্রও পাওয়া যায়   । এমেলায় পাথরের তৈরি শিল, নোড়া তাও  পাওয়া যায়   ।  মাটির তৈরি পুতুল, পাতনা, সড়া, মালসা, পাক-খোলা ইত্যাদি   ।  লক্ষ্মীর ঝাঁপি, দুধ-কড়ি, বুজ-কড়ি, মা লক্ষ্মীর ছবি সব থেকে বেশি বিক্রি হয়   ।   বঙ্গনারীর শাঁখের ডাকে মা লক্ষ্মী বিরাজ করেন বাঙলার প্রত্যেক ঘরে ঘরে   ।