Posts

Showing posts from July, 2020

বীরভূম জেলার স্থানিক ইতিহাস একটি মূল্যবান গ্রন্থ । সম্পাদনা- শ্যামচাঁদ বাগদি । এই বইয়ে প্রবন্ধগুলির মধ্যে বহু মিথ, প্রত্নতত্ত্ব, ঐতিহাসিক ঘটনা চোখের সামনে ভেসে ওঠে ।

Image
বীরভূমের হাজার হাজার বছর আগের স্থানিক ইতিহাস, ঐতিহ্য, বীরত্বকথা, সমাজ, লোকসংস্কৃতির কথা সবই আছে-- বইটির নাম ' বীরভূম জেলার স্থানিক ইতিহাস '   । এই বইয়ে প্রবন্ধগুলির মধ্যে বহু মিথ, জনসমাজে প্রচলিত শত শত বছর আগের লোকসংস্কার, প্রত্নতত্ত্ব, ঐতিহাসিক ঘটনাগুলি পাঠের মধ্যদিয়ে একে একে চোখের সামনে ভেসে ওঠে । বইটি খুবই মূল্যবান ISBN যুক্ত বই ।   প্রকাশনায় কাঞ্চিদেশ প্রকাশনী , রামপুরহাট,  সম্পাদনা- শ্যামচাঁদ বাগদি , দাম 425 টাকা  ।